হাজীগঞ্জ

‘আমি কোনো দল-মত বুঝি না’

হাজীগঞ্জ পৌর মেয়র আবদুল মান্নান খান বাচ্চু

হাজীগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, “আমি যখন পৌরসভার মেয়র হিসেবে চেয়ারে থাকি তখন কোনো দল-মত বুঝি না। যে যার যার সমস্যা নিয়ে আসুক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে কাজ সম্পন্ন করি। ১১ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের একটি টাকাও খেয়ানত করিনি।”

তিনি শনিবার সন্ধ্যায় পৌর ১২নং ওয়ার্ডে নতুন ১২টি খুঁটিতে বিদ্যুৎ লাইন উদ্বোধনপূর্বক আলোচনাসভায় এসব কথা বলেন।

এ সময় তিনি পৌর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আরো বলেন, “এ যাবত এ ৩টি ওয়ার্ডে প্রায় ৯ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি এলাকার ছেলে হিসেবে আপনাদের বড়মুখ কখনো ছোট হোক, এমন কাজ করিনি। তাই আপনাদের সম্মান ধরে রাখতে আগামী দিনেও অতীতের ন্যায় ভোট দিয়ে জয়যুক্ত করলে অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম, পরিচালনা করেন ছাত্রনেতা মেহেদী হাসান গার্ফার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ইসলাম, ১০নং কাউন্সিলর ওদুদ মিয়া, মহিলা কাউন্সিলর বিবি হাওয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক হারুন অর রশীদ ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মফিজুল ইসলাম, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবকদলের নেতা শাহাদাৎ হোসেন, কাউছার, যুবনেতা মাঈনউদ্দিন মিশন, সেলিম মিয়া, শাহআলম ও ছাত্রনেতা আবু ইউসুফ।

পরে মোনাজাত শেষে এলাকার সড়কের পাশে ১২টি খুঁটির ওপর বিদ্যুত লাইন উদ্বোধন করেন পৌর মেয়র।

জহিরুল ইসলাম জয়

 

||আপডেট: ০৯:৩১ পিএম, ০৭ নভেম্বর ২০১৫, শনিবার

এমআরআর

 

Share