উপজেলা সংবাদ

‘আমি কোথায় থাকবো, কী করবো এ বিষয়ে কিছুই বলতে বাধ্য নই’

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :

চাঁদপুর জেলার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডাক্তাররা রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদানে গড়িমসি, কর্তব্যকাজে অবহেলা ও সময়মতো জরুরি বিভাগে না আসার অভিযোগ পাওয়া গেছে।

২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগিরা জরুরি বিভাগে ডাক্তারের অপেক্ষার প্রহর গুণেও দেখা পায়নি।

রোগীদের আত্মচিৎকার ও আত্মীয়স্বজনদের অনুরোধে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো. ইসমাইল হোসেন দায়িত্বে থাকা ডা. ফারহানা আক্তারের সাথে মুঠোফানে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমি এখন আসতে পারবো না। রোগীদের শোয়াই রাখো।’

এ সময় ইসমাইল হোসেন ওই ডাক্তারকে বলেন, ‘স্যার আপনার ডিউটি এখন। রোগী ও তার অভিভাবকরা চিকিৎসাসেবার জন্য আমাকে বকাবকি করছে। আপনি যদি আরেকজন ডাক্তারকে বলেন দেখার জন্য তাহলে ভালো হতো।’

ওই ডাক্তার উত্তরে তাকে বলেন, ‘আমি কাউকে বলতে পারবো না।’

রোগীর সাথে আসা তাদের আত্মীয়স্বজনরা জানায়, ‘সকাল সাড়ে ৮টায় এখানে এসেছি। এখন সাড়ে ৯ টা বাজলেও জরুরি বিভাগের একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না। আমরা বেশ কয়েকবার বলার পরেও দায়িত্বে থাকা ডাক্তারকে মুঠফোনে যোগাযোগ করলে তিনি আসবেন না বলে অফিস সহকারীকে জানান। আমরা বলতে চাই, জরুরি বিভাগে আসা রোগীরা মৃত্যুর সাথে লড়াতে থাকে এবং ডাক্তার আসার আগেই অনেক সময় রোগীর মৃত্যু হয়। আমরা আশা করি আর কোন রোগী যেনো সেবা নিতে এসে আমাদের মতো এমন কষ্টের শিকার না হয়।’

এ বিষয়ে জরুরি বিভাগে দায়িত্বে থাকা শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারহানা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি কোথায় থাকবো, কি করবো আপনার কাছে এ বিষয়ে কিছুই বলতে বাধ্য নই! আপনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।’

এ বিষয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ডা. ফারহানা আক্তার ডিউটিতে সময় মতো না আসার বিষয় জানাতে চাইলে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘ওই ডাক্তারের দুর্বলতার কারণে অন্য কাউকে (অন্য ডাক্তারকে) ম্যানেজ করা দরকার ছিলো। সে এ কাজটা ঠিক করে নাই। আমি শনিবারে এসে এই বিষয়টা অভিযোগের আলোকে জিজ্ঞাসা করবো।’

আপডেট :   বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২৫ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৫:৪৬ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share