ফিচার

“আমি কি শেষ পর্যন্ত জেলে যাবো?”

নঈম নিজাম আপডেট: ০৫:৪২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

ঘটনাস্থল সারাদেশ। রিপোর্টার রিপোর্ট করলেন এক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে ভোটাভুটি হতো। এতে জেলা ক্রীড়াঙ্গনে থাকতো প্রাণবন্ত। এখন ভোটাভুটি ওঠে গেছে। বিএনপির আমলেও একই অবস্থা ছিলো। আওয়ামী লীগ আমলেও পরিবর্তন হয়নি। এতে ক্ষুব্ধ হলেন একজন। মামলা করলেন নড়াইলে। ঘটনাস্থল সারা বাংলাদেশ হলেও নড়াইল পুলিশ কয়েকদিনের মধ্যই চার্জশীট দাখিল করলেন। খুব ভালো।

আমাদের পুলিশ সারাদেশের খবরের সত্যতা পেয়েছে নড়াইলে। এত দ্রুত পুলিশ সকল মামলায় চার্জশীট দিতে পারলে দেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন করার উপায় কারো ছিলো না। নড়াইলের মাননীয় আদালত সংশ্লিষ্ট রিপোর্টার ও আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।

পুলিশ চাইলেই আমাকে এখন আটক করতে পারে। আমি অফিসেই বসা আছি। কোন সমস্যা নেই। আদালতের প্রতি সম্মান জানিয়ে অবশ্যই নড়াইল যাবো কয়েকদিনের মধ্যে। তখনও আটক করতে পারে। কোন সমস্যা নেই। পেশাদার সংবাদ কর্মীরা যেকোন পরিম্থিতির জন্য সব সময় তৈরি থাকে। আমিও কিছুদিন থেকে ভাবছিলাম সকল খাতকে সরকার দুরে সরাচ্ছে। মিডিয়া বাদ থাকবে কেনো? গত দুই ম্সা সে কাজটিও হচ্ছে। এটা হয়তো আরও বাড়বে। (সূত্র বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের ফেসবুক স্টাটাস)

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।

Share