বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই হিন্দু ধর্মের। সেখানে একাই ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনায় উঠে এলেন ছাত্রলীগের এক সাবেক নেতা। শনিবার শাহজালাল উপশহর ই-ব্লক জামে মসজিদে এসে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি অবগত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।(খবর ইত্তেফাক)
ধর্মান্তরিত হওয়ার পর তিনি নাম রাখেন নূর মোহাম্মদ হাসান। এর আগে তার নাম ছিল প্রদ্যুত রায়। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
নূর মোহাম্মদ হাসান (প্রদ্যুত রায়) বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের আদর্শকে ভালোবেসে আমি ধর্মান্তরিত হয়েছি। এখন আমার পরিচয় আমি একজন মুসলমান। পরিবারের মধ্যে আমি একাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তবে আমি নিজেকে একা মনে করছি না। কারণ পুরো মুসলিম উম্মত আমার ভাই। সবাই আমাকে এখন আগের চেয়ে বেশি ভালোবাসে।
প্রদ্যুত রায় ৯০ দশকে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।
বার্তা কক্ষ,৩১ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur