সময় নদীর খেয়ায় বসে আর দিশাহীন পথ চলবেন না অপু বিশ্বাস। নিজের একলা চলার বিশ্বাস দৃঢ় করে সামনে এগোবেন তিনি। শাকিব খান যে তালাকনাম পাঠিয়েছেন, সেটা আর ফিরিয়ে নেয়ার অনুরোধ করার ইচ্ছা নেই ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর। অপু বিশ্বাস বলেছেন, ‘শাকিব যা ভালো মনে করেছে, সেই সিদ্বান্তই গ্রহণ করেছে। তার তো স্বাধীনভাবে সিদ্বান্ত নেয়ার অধিকার রয়েছে।
আমি আর তার স্বাধীনতায় বাঁধা হবো না।’ অস্ট্রেলিয়ায় শুটিংয়ে থাকা শাকিব খান শনিবার অপুর সাথে সম্পর্কের ভবিষৎ নিয়ে বলেছিলেন, ‘অপু বিশ্বাসের সাথে আর বৈবাহিক সম্পর্ক রাখার ইচ্ছে নেই আমার।’ শাকিবের এই কথার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েই অপু সম্পর্কের আলো চিরতরে নিবিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এর ফলে আগামি ২২ ফেব্রুয়ারি থেকে শাকিব-অপুর তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে। শাকিব মনে করেন, ‘একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে উভয়পক্ষের মধ্যে শ্রদ্ধা অপরিহার্য।
যার অনেক অভাব রয়েছে অপুর মধ্যে। তাই দু’জনের পথ আলাদা হওয়াটাই শ্রেয় হবে।’ তবে সন্তানের প্রতি পূর্ণ দায়িত্বই পালন করবেন শাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। ওকে ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা, ওকে ভালো রাখা, ওকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সব ধরনের সাপোর্ট দেবো।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা।
সে হিসেবে প্রথম তারিখ ছিল ১৫ জানুয়ারি। এরপর সালিশের নতুন তারিখ ধার্য করা হয় ১২ ফেব্রুয়ারি। এ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (সোমবার) তো হাজিরা দেয়ার তারিখ ছিল।
এ খবর শোনার পর মনে হচ্ছে, গিয়ে আর কোনো লাভ হবে না। আমি তো একবার গিয়েছি, তখন তাদের কোনো রেসপন্স পাইনি! আর প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু আকড়ে ধরে বেঁচে থাকতে হয়, আমার এখন একটাই অবলম্বন আব্রাম। যেহেতু আব্রাম আছে, সময়ের ব্যাপ্তিকালে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।’ গত বছরের ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের কার্যালয়ে যান এবং তার সহায়তায় অপু বিশ্বাসের ঠিকানায় তালাকনামা পাঠান।
শেখ সিরাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী তালাক কার্যকর হওয়ার পর অপু বিশ্বাসকে বিয়ের দেনমোহর বাবদ সাত লাখ টাকা পরিশোধ করবেন শাকিব। আর ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ প্রদান করবেন। সম্পর্কের টানাপোড়েনে শাকিব খানের সঙ্গ পাচ্ছে না আব্রাম।
প্রায় তিন মাস ধরে বাবার মুখ দেখেনি সে। এখন শাকিব বলছেন, ‘আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব’। এ বিষয়ে প্রসঙ্গ টেনে অপু বলেন, ‘তালাক নোটিশ পাঠানোর পর প্রায় তিন মাস জয়ের সাথে দেখা কিংবা ওভাবে জয়ের কোনো ধরনের খুঁজ নেয়নি শাকিব। এরপর তিনি ঠিক কী ধরনের খোঁজ রাখবেন কিংবা টেককেয়ার করবেন সেটি তিনিই ভালো বলতে পারবেন!’ পেশাগত কাজে ধীরে ধীরে ব্যস্ত হচ্ছেন অপু বিশ্বাসও। বেশ কয়েকটি বড় বাজেট ও ভালো মানের সিনেমায় অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে।
১৭ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়াল নির্মাণ করার ঘোষণা দেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সেখানে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। অপু বলেন, ‘আমাকে তো এ শহরে বেঁচে থাকতে হবে। এজন্য কাজের কোনো বিকল্প নেই। আর আমি যেহেতু অভিনয় ছাড়া অন্য কোনো কিছুকে পেশা হিসেবে নিইনি, তাই এটাকে অবলম্বন করেই বাকিটা জীবন বেঁচে থাকতে চাই।’ শাকিব খান এখন আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির কাজে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি।
আসছে ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এরপরই শুটিংয়ের কাজে যাবেন ভারতে। সেখান থেকে স্কটল্যান্ডে। ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৬ সাল পর্যন্ত এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে অভিনয় করেন। একসাথে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এই জুটি।
(জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ১০ পি.এম, ১২ ফেব্রুয়ারি২০১৮,সোমবার ।
এএস.