ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা আমির খান। সাত থেকে আট মাস ধরে তিনি ও তাঁর পরিবার ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পরিবার ও তিন সন্তানের নিরাপত্তার জন্য তাঁর স্ত্রী কিরণ রাও দেশ ছাড়ার কথাও বলেছেন বলে উল্লেখ করেন তিনি।
আমির খান বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’ তিনি বলেন, ‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?’
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার প্রশ্নে যাঁরা জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন, তাঁদের পাশে ছিলেন আমির।
রামনাথ গোয়েংকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির আরো বলেন, ‘গত ছয় থেকে আট মাসে অসিহষ্ণুতার মনোভাব বেড়ে গেছে। এতে আমি আতঙ্কিত।’ তিনি বলেন, ‘ইতিহাসবিদ, বিজ্ঞানীদের এ ব্যাপারে নিজস্ব মত রয়েছে। পুরস্কার ফেরত দেওয়ার নিজের কথা তুলে ধরার একটা পথ।’
‘প্রত্যেকেরই প্রতিবাদ জানানোর অধিকার আছে’ উল্লেখ করে আমির জানান, সব ধরনের অহিংস প্রতিবাদকে তিনি সমর্থন করেন।
অসহিষ্ণুতার আতঙ্ক গ্রাস করলেও ধর্মের সঙ্গে সন্ত্রাসকে অবশ্য একসূত্রে বাঁধতে রাজি নন আমির। তাঁর মতে, ‘কেউ হিংসার আশ্রয় নিলেই আমরা প্রথমে যে ভুলটা করে বসি, সেটা হলো, তার সঙ্গে একটা ধর্মীয় তকমা লাগিয়ে দেওয়া; তা সেটা হিন্দু মৌলবাদী, নয়তো মুসলমান মৌলবাদী।’
অসহিষ্ণুতার প্রশ্নে এই ধর্মীয় তকমাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না আমির। তবে এই অসহিষ্ণুতাকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেটাই তাঁর কাছে সবচেয়ে ভয়ের।
আমির আরো জানান, এখন প্রতিদিন দিনের শুরুতে সংবাদপত্রে চোখ রাখতেও ভয় পায় তাঁর পরিবার।
নিউজ ডেস্ক : আপডেট: ০৭:০৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur