চাঁদপুর সদরের উত্তরে আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এবারও ১০ এ প্লাসসহ শতভাগ পাশ করেছে । এ বিদ্যালয়ে ২০১৯ সালে ৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী এ-প্লাস, এ ২৭ জন , এ- ২৬ ,বি ২৩ জন ও সি ৩ জন। পাশের হার শতভাগ ।
এবার এসএসসিতে এ ফলাফলে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ,শিক্ষানুরাগী ও সিআইপি গোলাম কবির চৌধুরী ও সকল সদস্যগণ পাশের হার শতভাগ,কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফলের অব্যাহত ধারা বজায় রাখতে শিক্ষকগণের নিরলস প্রচেষ্ঠার জন্যে তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
১৯৬৭ সালে এ প্রতিষ্ঠানটি এ এলাকার শিক্ষানুরাগী ও সিআইপি গোলাম কবির চৌধুরীর পিতা মরহুম গোলাম কিবরিয়া চৌধুরী শিক্ষাবিস্তারে প্রতিষ্ঠা করেন। তাঁর পিতার মৃত্যুর পর পর তিনি এর দায়িত্বভার গ্রহণ করেন। বিশেষ করে নারী শিক্ষারক্ষেত্রে নিভৃতপল্লীর এ স্কুলটি অসামান্য অবদান রেখে আসছে।
প্রতিবেদক : করেসপন্ডেন্ট
৮ মে ২০১৯