১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন তিনি প্রাণভিক্ষার আবেদন করেননি।
আজ শনিবার কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিনের সঙ্গে দেখার করার পর তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার পর হুম্মাম বলেন, ‘বাবা বলেছেন তিনি কোনো কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন, যে কাগজ বের হয়েছে, এ ধরনের কাগজ আরো কত দেখবে সামনে। তিনি আরো বলেছেন, নির্বাচনে হারাতে পারেনি তাই একটু পর তার জান নিয়ে নেওয়া হবে।’
হুম্মাম আরো বলেন, ‘বাবা বলেছেন, ছয় বছর আগে থেকেই মিথ্যা বলছে সরকার।’
আজ শনিবার রাত ৯টার দিকে সাকা চৌধুরীর পরিবারের ১৮ সদস্য কারা ফটকে এসে পৌঁছান। পরে রাত সাড়ে ১০টার পর তাঁরা দেখা করে কারাগার থেকে বের হন।
এর আগে আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবির জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করেছেন।
সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক ।। আপডেট: ০৩:৩০ এএম, ২২ নভেম্বর ২০১৫, রোবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur