এই মুহূর্তে গ্লোবাল আইকন বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রিয়াঙ্কা চোপড়ার নামে সব কিছুই হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গেই এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, তাঁর সে সমস্ত দিনের কথা খুবই মনে পরে, যখন তিনি ছন্নছাড়া ছিলেন, পায়ে ছিল দাগ।
৩৪ বছরের অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি জেনে গেছেন, কিভাবে নিজের যত্ন নিতে হয়। আর তাঁর এই সুন্দর পা ভারতে ১২ থেকে ১৫টি জিনিষ বিক্রি করে-দাবি অভিনেত্রীর স্বয়ং।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর কৈশোর বয়সে তিনি ছিলেন টমবয়দের মতো। ছুটোছুটি করতে গিয়ে বহুবার চোট পেয়েছেন পায়ে।
অথচ বর্তমানে প্রিয়াঙ্কাই শিখে গিয়েছেন তাঁর নিজের শরীরের যত্ন নিতে। অনেকেই বলেন, বিশ্বের অন্যতম সুন্দর দেহের অধিকারী এখন পিগি চপস।
অভিনেত্রী মনে করেন, তিনি যখন পেরেছেন তখন সবাই পারবেন নিজেকে বদলাতে, সুন্দর করে তুলতে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur