চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘জঙ্গিরা বসে নেই। আমাদের সজাগ থাকতে হবে। চাঁদপুরেও জঙ্গি থাকতে পারে। কারণ প্রত্যেক জেলায় জঙ্গিদের একজন নেতা রয়েছে। তার মাধ্যমেই জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমাদের সন্তানরা যাতে ভালো থাকে সে দিকে আমাদের নজর রাখতে হবে। মোটর সাইকেলে কোনোভাবেই তিনজন উঠতে দেয়া যাবে না। কারণ ইতিমধ্যে যতোগুলো ঘটনা ঘটেছে তার প্রায় সবগুলোই তিনজন মোটরসাইকেল আরোহী ঘটিয়েছে।
তিনি রোববার (৯ অক্টোবর) জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মা ইলিশ রক্ষার বিগত বছরের মতো এবার কঠোর অবস্থানে থাকবো। আমাদের অভিযান অব্যাহত থাকবো। অসাধু জেলেদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যদি সফল হই তবে আগামি বছর ও আমরা প্রচুর ইলিশ পাবো। তখন হয়তো ইলিশ বিদেশে রপ্তানি করা যাবে।’
পুলিশ সুপার বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। এটি সম্ভব হয়েছে আপনাদের সকলের সর্বপ্রকার সহযোগিতা কারণে। এমনিভাবে আগামীতে আপনাদের সহযোগিতা অব্যহত থাকলে আমরা আরো ভালো থাকতে পারবো। বিগত দু’টি ঈদ আমরা ভালো কাটিয়েছি। চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা চলছে। এ সোহার্দপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চাই।’
এসময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোনেস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।