চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের উত্তর নানুপুর কবিরাজ বাড়ির জাহাঙ্গীর আলম কবিরাজ (৪৫) এর আর সৌদি আরব ফেরা হলো না। অবশেষে শুক্রবার(১০ নভেম্বর) রাত ৩টায় ঢাকা মেডিকেল হাসপাতালে হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশেষ ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন।
শনিবার(১০ নভেম্বর) রাতে জাহাঙ্গীরের ৩০ বছরের কর্মস্থল সৌদি আরবে ফেরার কথা ছিল। সকালে ১১টায় নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ পূর্বে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দর আলী মিয়াজী। জানাযার নামাজে ইমামতি করেন চৌরাস্তা জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিক।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur