চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘প্রত্যেক মানুষ নিজেকে বাঁচাতে চায়। কিন্তু অনেক সময় ভুল করতে করতে সেই অবস্থা থাকে না। আপনারা সেই অবস্থার দ্বার প্রান্তে। গুম খুন ও মিথ্যা মামলার কারণে আমেরিকার কাছে বাংলাদেশের মাথা নিচু করা হয়েছে। আমরা আর এটা চলতে দিতে পারি না। আমাদের নেতা তারেক রহমান বলেছে ‘টেক ব্যাক বাংলাদেশ’।’
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিংর্শত মুক্তির দাবীতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে অস্থায়ী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এসব কথা বলেছেন।
জেলা বিএনপির সভাপতি বলেন, বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশের জনগণ খালেদা জিয়ার মুক্তি চায়। জনগণ খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার চায়।
তিনি আরও বলেন, নির্বাচন নির্বাচনের মতো হতে হবে। আমাদের দাবি তিনটা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন। এই দাবি আদায়ে আমাদের রাজপথে থাকতে হবে। কেন্দ্রের নির্দেশ আসলেই সাধারণ জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করবো। দাবিতো আদায় হয়েই গেছে এখন শুধু সময়ের ব্যাপার। আমরা বলে দিতে চাই, আমরা জনগণের কথা বলি কিন্তু আওয়ামী লীগ জনগণের কথা বলে না। কারণ জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম,কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, শরীফ মোঃ ইউনুস, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, অ্যাডঃ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক জিতু।
এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৪ সেপ্টেম্বর ২০২৩