বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে চাঁদপুর জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর সোমবার বিকেলে শহরের চিত্রলেখা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,‘আপনারা আজকে যে ঐক্য দেখিয়েছেন। তা ধরে রাখতে হবে । আপনারা দেখেছেন তিন চার দিন আগে আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছে আমাদের কারো মুখে দিয়ে এধরণের বক্তব্য আসেনা। আমাদের দফা এক দাবী এক শেখ হাসিনা পদত্যাগ।’

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমএ হান্নান, লায়ন হারুনূর রশীদ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৯ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur