চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘জনসচেতনতা বৃদ্ধি পেলে দুর্নীতি হ্রাস পাবে। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি হয় না। তবে কোথাও কম আবার কোথাও বেশি। আমাদের কাউকে না কাউকে দুর্নীতি কমানোর দায়িত্ব নিতে হবে।’
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রোটারী ভবন মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নসহ সমন্বয় সাধনে স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে টিআইবি দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ড পালন করছে। দুর্নীতি হলো নীতি বহির্ভূত কোন কাজ এবং দুর্নীতির পরিধি ব্যাপক। তাই দুর্নীতিবিরোধী কাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
তিনি এধরণের আরো অনুষ্ঠান আয়োজন করার জন্য টিআইবি ও সনাকের প্রতি আহ্বান জানান।
সনাক চাঁদপুরের সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন।
চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিস এবং সচেতন নাগরিক কমিটি’র আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক চাঁদপুরের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান।
‘প্রাথমিক বিদ্যালয়সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও সমন্বয় সাধনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে করণীয়’ বিষয়ক সুপারিশ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য প্রফেসর মনোহর আলী, মো. আব্দুল মালেক, মো. আলমগীর পাটওয়ারী, দক্ষিণ দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, ৮৬নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সভাপতি জিএম সামছুল আলম, ১১০নং সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহ-সভাপতি আঃ মান্নান তালুকদার, ২০নং সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সভাপতি মোঃ মানিক পাটওয়ারী, ২৯নং উঃ শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সোহেল রুশদী, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য মোঃ শিপন, ২৪নং উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহআলম গাজী, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ আলম মল্লিক, নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ তারেক আলম, ১৩২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রীনা বেগম ও ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি রাশিদা বেগম।
এসময় বক্তারা বলেন, ‘আপনারা দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে সব সময় থাকবো।’ সনাকের কাজের অভিজ্ঞতার আলোকে আমাদের স্কুলগুলোতে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, ভাঁজপত্র তৈরি এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে।’
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে.এম. মোস্তাক আহমেদ, মোঃ মনিরুজ্জামান খান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল খালেক ও রাবেয়া আক্তার