কচুয়া

কচুয়া মুক্তিযুদ্ধের সংগঠকের ইন্তেকাল

চাঁদপুরে কচুয়া ৮নং কাদলা শাসনখোলা (তেগুরিয়া) গ্রামের অধিবাসী, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন পাঠান বৃহস্পতিবার(০৪ অক্টোবর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মধ্যরাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এলাকায় তিনি আমির পাঠান নামে পরিচিত ছিলেন।

এদিকে বাদ জোহর চৌমুহনী ব্রীকফিল্ড এলাকায় জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি তেগুরিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজায় এলাকার হাজারো মানুষের ঢল নামে। কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সহ-সম্পাদক মোঃ সফিকুল ইসলাম পাঠান স্বপনের মরহুমের জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি শহীদ দর্জি, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, কাঁলোচো উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মানিক প্রধানিয়া, কাদলা ইউপি সাবেক চেয়ারম্যান মাইন উদ্দিন মজুমদার মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া অংশগ্রহন করেন।

তারঁ মৃত্যুতে শোকাহত পরিবাবের সদস্যদের প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, কচুয়া পৌর আওয়ামীলীগের আহবায়ক আকতার হোসেন সোহেল ভূইয়াসহ অনেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
অক্টোবর ০৪,২০১৮

Share