Thursday, May 21, 2015 08:51:20 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
মুম্বাইয়ের এক অলঙ্কার রপ্তানিকারক এক বহুজাতিক কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন জেশান আলী খান। কিন্তু মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তিনি ওই চাকরি পাননি। অথচ তার দুই হিন্দু বন্ধুকে ইন্টারভিউতে ডেকেছে ওই কোম্পানি।
মঙ্গলবার অলঙ্কার রপ্তানির জন্য বিখ্যাত হরে কৃষ্ণ কোম্পনিতে চাকুরির জন্য আবেদন করেছিলেন জেশান আলী খান। আবেদনপত্র পাঠানোর ১৫ মিনিটের মাথায় ইমেইলে উত্তর পাঠায় ওই কোম্পানি। সেখানে লেখা ছিল,‘আমরা আপনাকে দু:খের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমরা কেবল অমুসলিমদেরকেই চাকরি দিয়ে থাকি।’
ইমেইল পড়ে থ হয়ে যান জেসান। তিনি ওই ইমেইলের স্ত্রিন শট নেন এবং নিজের ফেসবুকে তা প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই এটি ফেসবুক এবং টুইটারে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই কোম্পানির বিরুদ্ধে গোটা ভারত জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক মানবাধিকার কর্মী তাকে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করারও পরামর্শ দিয়েছেন বলে এনডিটিভি’কে জানিয়েছেন জিসান।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে হরে কৃষ্ণ রপ্তানি কোম্পানি। তারা জানিয়েছে, তাদের মানব সম্পদ বিভাগের ওই কর্মকর্তা নতুন থাকায় ভুল তথ্য দিয়েছেন। জেশান খানকে ইমেইল প্রদানকারী ওই কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে ওই কোম্পানি। ওই কোম্পানিরি এক প্রতিনিধি এনডিটিভিকে জানিয়েছেন,‘আমাদের কোম্পানির এ ধরনের কোনো নীতি নেই। এটা একটি ভুল।’
তবে জেশান বলছেন, ‘কেবল নামের শেষে ‘খান’ থাকার কারণে আমাকে চাকরি দেয়া হয়নি। অথচ আমার এক হিন্দু বন্ধুকে তারা চাকুরি দিয়েছে। কিন্তু এ ঘটনার পর আমার বন্ধু এ চাকরি প্রত্যাখ্যান করেছে।’
জেশান স্থানীয় এক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন। অনলাইনে চাকরির বিজ্ঞাপন দেখে তিনি ওই চাকরির জন্য আবেদন করেছিলেন। সূত্র- এনডিটিভি
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur