Home / চাঁদপুর / আমরা ভিক্ষাবৃত্তিকে না বলি : জেলা প্রশাসক
ভিক্ষাবৃত্তিকে

আমরা ভিক্ষাবৃত্তিকে না বলি : জেলা প্রশাসক

কল্যাণময় এ নতুন দেশ, শান্তি সমৃদ্ধির বাংলাদেশ, নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এবারের এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য ওয়াকথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে প্রথমে ওয়াকথন ও পরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মুক্ত আড্ডা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জেলা সমাজসেবা অধিদফতর অনেকগুলো কার্যক্রম রয়েছে, যা অনেকেই ভালোভাবে জানে না। সমাজসেবা অধিদফতরের কার্যক্রমের মধ্যে রয়েছে ভাতা ও উপবৃত্তি কর্মসূচি, ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচি, সাধারণ আর্থিক অনুদান, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের অনুদান, ক্ষূদ্র নৃ- তাত্ত্বিক জনগোষ্ঠীর অনুদান, সরকারি শিশুর পরিবার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় সেবা, নিবন্ধীত বেসরকারি এতিমখানা, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি।

এছাড়াও রয়েছে, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, উপজেলা রোগী কল্যাণ সমিতি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ, সিএসপিবি প্রকল্প, সমন্বিত শিশু পূণর্বাসন সহায়তা সহ রয়েছে নানান ধরনের সেবা।

তিনি আরো বলেন, সমাজসেবার উদ্দেশ্য হলো যিনি প্রকৃত অসহায়, যিনি বিধবা, যিনি ভাতা পাওয়ার যোগ্য তাকেই যেন দেওয়া হয়। বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী সহ সকল প্রতিষ্ঠানের জন্যই সমাজসেবা কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক বলেন, চলেন আমরা ভিক্ষাবৃত্তিকে না বলি। এর থেকে দূরে থাকি। তবে যে সমস্ত সংগঠন সমাজসেবা নিয়ে কাজ করেন, তাদেরকেও পাশে থেকে সহায়তা করতে হবে।

চাঁদপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড: শাহজাহান মিয়া, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ,

সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল হোসেন, মুক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক- বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক প্রমুখ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২ জানুয়ারি ২০২৪