Saturday, 01 August, 2015 6:05:55 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটে এরই মধ্যে এসেছে বেশ কয়েকটি উজ্জ্বল সাফল্য। আইসিসি র্যাঙ্কিয়েও চমক দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাফল্যের মূলনায়ক টাইগার মুস্তাফিজকে নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেট বিশ্বের।
টাইগার ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ আলাপ হয়েছে। বাংলাদেশ যখন ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জেতে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মধ্যে মুস্তাফিজ ও তিস্তার পানি প্রসঙ্গে কথা হয়।
এ বিষয়টি নিয়ে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, নরেন্দ্র মোদি সে সময় হাস্যেরস করে প্রধানমন্ত্রীকে বলেন, আমরা তিস্তার পানি দেব, আপনাদের মুস্তাফিজকে চাই।
প্রধানমন্ত্রী এর জবাবে বলেন, তিস্তার বিষয়টি আমরা দেখব। কিন্তু মুস্তাফিজকে দেয়া যাবে না।
তথ্যমন্ত্রী ইনু বলেন, মোদি সেদিন টাইগারদের প্রশংসা করেছেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন তিনি।
মুস্তাফিজকে নিয়ে মোদি ও শেখ হাসিনার কথাবার্তা ক্রিকেটপ্রেমীদের নতুন আবহের সৃষ্টি করেছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur