চাঁদপুর

আমরা চাঁদপুরকে ইতিহাসের পাতায় জায়গা করে দিবো : জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘আগামি ১৫ দিনের মধ্যে চাঁদপুরে ব্র্যান্ডিং মিউজিয়াম করা হবে। আমরা চাঁদপুরকে ইতিহাসের পাতায় জায়গা করে দিবো। সকলের হাত বাড়িয়ে দিলে খুব সহজেই সব কাজ সম্পন্ন করা যায়।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আপনাদের হাত বাড়িয়ে দিলে আমাদরে যা করণীয় আমরা তাই করবো। মানুষকে বিশ্বাস করাতে হবে যে কাজ চলছে। কারণ সাধারণ মানুষের আন্তরিকতা না পেলে কোন কাজ এগুনো যাবে না।’

রাজধানীতে ব্র্যান্ডিং ফ্যাস্টিভাল উদযপান নিয়ে তিনি বলেন, ‘চাঁদপুর থেকে আমরা ঢাকায় যে আয়োজন করেছি তাতে চাঁদপুরের সকলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা চাঁদপুরকে নিয়ে কাজ করতে চাই। চাঁদপুরের একটা উপজেলায়ও গৃহহীন থাকবে না। সকলকে ঘর-বাড়ি তৈরি করে দেয়া হবে। আর তার জন্য আপনাদেরকে জমি দানে উদ্বুদ্ধ করতে হবে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে চাঁদপুরে জন্য কাজ করি। চাঁদপুরকে আমরা ইতিহাসের পাতায় জায়গা করে নিবো।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহিনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ

Share