Home / জাতীয় / রাজনীতি / ‘আমরা কোনও ইলেকশন চাই না, প্রধানমন্ত্রী আছেন, থাকবেন’
‘আমরা কোনও ইলেকশন চাই না, প্রধানমন্ত্রী আছেন, থাকবেন’

‘আমরা কোনও ইলেকশন চাই না, প্রধানমন্ত্রী আছেন, থাকবেন’

সংসদে বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় পার্টির এমপি খুরশীদ আরা হক বলেছেন, আমরা কোনও ইলেকশন চাই না। প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। আরও পাঁচ-দশ বছর দেশ চালাবেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পর্কে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। এটা শোভা পায় না।

এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে তিনি বলেন, এ বাজেট শুভঙ্করের ফাঁকি। নারীরা সঞ্চয় করেন। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এটা মানি না। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই। (বাংলাদেশ প্রতিদিন)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সম ০৯: ৪০ পিএম, ৮ জুন, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply