আমরা এমন প্রতিহিংসার রাজনীতি চাই না: ইঞ্জি: মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের আয়োজনে মেহের ডিগ্রী কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

ঐদিন উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স এসে শেষ হয়।

শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি তাঁর বক্তব্য বলেন, ছাত্রদলের জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছাতে আজকের আয়োজনের এই প্রয়াস। বিগত দিনে তৎকালীন শাসকদের অত্যাচারে আমাদের রাজনৈতিক পথ ছিল কঠিন।

বাকস্বাধীনতা ছিল রুদ্ধ। আজ ছাত্রদলের কর্মীরা উন্মুক্ত রাজনীতির সুযোগ পেয়ে মনের আনন্দে বিশাল ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে।

আমাদের নেতাকর্মীরা বিগত দিনে বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা হুলিয়া মাথায় নিয়ে ঘুরছে। গত বছর ৫ আগস্টের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এমন প্রতিহিংসার রাজনীতি চাই না। আপনারা অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করবেন না। সেদিকে সবাই খেয়াল রাখবেন। এছাড়া তিনি আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এ আসনটি উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া বর্তমান সরকারকে সংস্কারের পাশাপাশি যুক্তিক সময় নির্বাচন দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আহ্বান জানান।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিকদল নেতা আব্দুল খালেক, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৩ জানুয়ারি ২০২৪

Share