চাঁদপুর

দেশে কোনো অশিক্ষিত ও বেকার থাকবে না : চাঁদপুর জেলা প্রশাসক

বিজয় দিবসের আলোচনায় চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘১৯৭১ সালের এ দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। বিজয় আনন্দের, বিজয় গৌরবের। আমরা আজ বিজয়ের কথা বলবো।’

‘সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামিতে এদেশে কোনো বেকার থাকবে না। এদেশে কোনো অশিক্ষিত মানুষ থাকবে না। বাংলাদেশের মানুষ সারা বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিবে। জ্ঞান-বিজ্ঞানে বাংলাদেশ বিশ্বকে আলোকিত করবে।’

১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছেন। তিনি সে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্নপূরণ হতে যাচ্ছে। পোশাক খাত, নারী অধিকার, খাদ্য উৎপাদন, প্রবৃদ্ধি, তথ্য-প্রযুক্তির ব্যবহার, শিক্ষার হারের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে এগিয়ে।’

তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করে সবাইকে কাজ করার জন্যে আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদ হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বিজয় মেলার মাঠ ও মঞ্চ কমিটির আহ্বায়ক হারুন আল রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. রনজিত রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল হাই, সুধীজন মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজয় মেলার মহাসচিব শহীদ পাটোয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও নাট্যজন শরীফ চৌধুরী।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- শরীফুল ইসলাম ।। আপডটে, বাংলাদশে সময় ৪ : ০০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬ শনিবার
এইউ

Share