Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৮ হাজার মে.টন চাল
dhan
ছবিটি চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর থেকে তোলা

চাঁদপুরে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৮ হাজার মে.টন চাল

চাঁদপুর দেশের অন্যতম নদীবিধৌত কৃষি প্রধান অঞ্চল। মেঘনা, পদ্মা, মেঘনা ধনাগোদা ও ডাকাতিয়া নদী এ জেলা ওপর দিয়ে বয়ে যাওযায় কৃষি উৎপাদনে নদী অববাহিকায় ব্যাপক ফসল উৎপাদন হয়ে থাকে। নদীর তীর সংলগ্ন এলাকাগুলোতে বোনা আমনের চাষাবাদ ও উৎপন্ন হয়ে থাকে। চাঁদপুরে ইরি-বোরো ও আউশের পরই বোনা আমনের স্থান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের সূত্র মতে,চাঁদপুরে (২০২১-২০২২)অর্থবছর ৬৮ হাজার ২শ’৭৪ মে.টন আমন চালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ২৭ হাজার ১শ’৫ হেক্টর। বিশেষ করে চাঁদপুরের চরাঞ্চলগুলোতে ব্যাপক বোনা আমনের চাষাবাদ ও উৎপাদন করে থাকে চাষীরা। অথচ নদী তীরবর্তী হওয়ায় চরাঞ্চলের চাষীদের কৃষিঋণ পাচ্ছে না ।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরে স্থানীয় জাতের বোনা আমনের চাষাবাদ লক্ষ্যমাত্রা ২ হাজার ৪ শ’৭০ হেক্টর, মতলব উত্তরে ৭ হাজার ১ শ’৫০ হেক্টর, মতলব দক্ষিণে চাষাবাদ ৪৫ হেক্টর, হাজীগঞ্জে চাষাবাদ ৫ হেক্টর, শাহরাস্তিতে চাষাবাদ ২ হাজার ৫০ হেক্টর,হাইমচরে চাষাবাদ ২ হাজার ৪ শ’হেক্টর, কচুয়ায় ৫ হাজার ৫শ ৮৫ হেক্টর এবং ফরিদগঞ্জে ৭ হাজার ৪শ হেক্টর ।

চাষীরা সাধারণত আলু, সরিষা, ভূট্টা, মরিচ ও অন্যান্য রবি ফসল ঘরে তুলে ঐ জমিতেই বোনা আমনের চাষাবাদ করে থাকে ।

আবহাওয়ার অনুকূল পরিবেশ,পরিবহনে সুবিধা,কৃষকদের সরিষা চাষে আগ্রহ, কৃষি বিভাগের উৎপাদনের প্রযুক্তি প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নত, কৃষিউপকরণ পেতে সহজলভ্যতা, বীজ, সার ও কীটনাশক ব্যবহারে কৃষিবিদদের পরামর্শ, ব্যাংক থেকে কৃষিঋণ প্রদান ইত্যাদি কারণে চাঁদপুরের চাষীরা বোনা আমন চাষাবাদ করছে।

চাঁদপুরের মেঘনা ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্পের ভেতর এর চাষাবাদ বেশি হয়ে থাকে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের একজন কৃষিবিদ ৮ আগস্ট রোববার জানান।

আবদুল গনি,৮ আগস্ট ২০২১
এজি