Home / আবহাওয়া / ২০ অঞ্চলে ৪৫-৬০ কি.মি.বেগে ঝড়ের আভাস
Weather-.

২০ অঞ্চলে ৪৫-৬০ কি.মি.বেগে ঝড়ের আভাস

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি.মি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার ৮ জুন ভোর ৫টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া,টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা,ফরিদপুর, মাদারীপুর,খুলনা,বরিশাল অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়াও পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে একইভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৮ জুন ২০২২
এজি