আয়কর আইনজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএল) এর মহাসচিব পদে চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আব্বাস উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিটিএল এর মহাসচিব আব্দুল গফুর মজুমদারের মৃত্যুজনিত কারণে শুণ্য হওয়া পদে গঠনতন্ত্রের ২৩(ডি) ধারা অনুযায়ী গত ১৯ জুলাই ২০২০খ্রি. এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে এ নিয়োগ দেওয়া হয়।
বিটিএল এর প্যাডে স্বাক্ষরিত ওই পত্রে নতুন মহাসচিবকে বিটিএল এর মহাসচিব এর কার্যালয় থেকে সকল কাগজপত্র, হিসাবের খাতাপত্র, ব্যাংক চেকবুক বুঝে নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, মো. আব্বাস উদ্দিন এর পূর্বে বিটিএল’র অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও বৃহত্তর কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের দুইবারের নির্বাচিত প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি ছিলেন।
বার্তা কক্ষ, ১০ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur