করোনায় কাঁপছে দেশ। এই মারণ ভাইরাস যেন কাউকেই ছাড় দিচ্ছে না। চিকৎসক থেকে শুরু করে মন্ত্রী-এমপি সবাই আক্রান্ত হচ্ছেন। আর এবার কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার শরীরে ধরা পড়ে করোনা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বদির প্রেসসচিব হেলাল উদ্দিন।
তিনি বলেন, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur