কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
এ বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এবার কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু করে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটের (https://acas.edu.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি দিতে হবে।
আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবারের কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৩ হাজার ৭০১টি।
এরমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি,হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।
৩০ নভেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur