Home / জাতীয় / অর্থনীতি / বেসরকারিভাবে চাল আমদানি করতে ১৭ জুলাই এর মধ্যে আবেদন
Rice-10-tk
প্রতীকী ছবি

বেসরকারিভাবে চাল আমদানি করতে ১৭ জুলাই এর মধ্যে আবেদন

বেসরকারিভাবে কেউ চাল আমদানি করতে চাইলে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যেই চাল আমদানির ওপরে আরোপিত শুল্ক কমানো হয়েছে।

কমানো শুল্ক-হারে চাল আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ১৭ জুলাই পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে,বেসরকারিভাবে চাল আমদানির জন্য আবেদন ফরম তৈরি করেছে খাদ্য মন্ত্রণালয়। এ ফরমে সোমবার ২৭ জুন থেকে আবেদন করতে পারবেন আমদানিকারকরা।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ২৭ জুন-১৭ জুলাই পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সচিবের বরাবর চাল আমদানির জন্য আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে চাল আমদানির অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত,২৩ জুন চালের আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড । চালের ওপরে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফলে চাল আমদানিতে মোট করভার ৬২ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নামলো।

নতুন শুল্ক ছাড়ের এ সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ শুল্ক ছাড়ের অনুমোদন পেতে আমদানিকারককে অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে এনবিআর।

২৮ জুন ২০২২
এজি