বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামি ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে আবেদন শুরু হবে।
সম্প্রতি বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, ‘১৬ নভেম্বর থেকে আমরা আবেদন নেয়া শুরু করব। এটি তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগির পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন নেয়ার পর ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেয়া হবে।’
এবার বাছাই পরীক্ষা থাকছে না জানিয়ে তিনি বলেন, এবার দুই’ধাপে নয়, একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে।
২৭ অক্টোবর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur