মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ঢাকা টেস্টে ১০৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
ছয় উইকেট তুলে ম্যান অব দ্যা ম্যাচ এবং দুই টেস্টে মোট ১৯ উইকেট তুলে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ।
এটি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২০০০ সাল থেকে টেস্ট শুরুর পর এটি বাংলাদেশের অষ্টম টেস্ট জয়।
আজ উদ্বোধনী জুটিতে শতরান তুললেও প্রথমে মিরাজ ও পরে সাকিব ইংল্যান্ডের ইনিংস গুড়িয়ে দেন।
এই টেস্টের দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়েছেন মিরাজ একাই।
অবশ্য এর আগে ২৭২ রানের টার্গেটের দিকে সহজেই এগিয়ে যাচ্ছিলো ইংল্যান্ড।
উদ্বোধনী জুটি তাদের তুলে ফেলেছিলো ঠিক ১০০ রান।
শতরানের মাথায় এ জুটি ভাঙ্গেন মিরাজ।
এরপর ১০৫ রানের মাথায় রুটের উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন সাকিব আল হাসান।
এরপর একে একে গ্যারি ব্যালেন্স, মইন আলী, অ্যালিস্টার কুক ও বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে দিশেহারা করে দেন মিরাজ।
এর পর নিজের ১১তম ওভারে এবং ইনিংসের ৪২ তম ওভারে সাকিব একাই তুলে নেন তিন উইকেট।
এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ৫ উইকেট।
অন্যদিকে হঠাৎ ছন্দপতনে বিপর্যস্ত ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি।
৪৫ তম ওভারের তৃতীয় বলে ফিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের জয় নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজ।
তখন সব উইকেট হারিয়ে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ১৬৪।
ততক্ষণে অল্প সংখ্যক দর্শকের আনন্দ উল্লাস স্টেডিয়ামের আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশ। (সূত্র : বিবিসি)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:৩০ পিএম, ৩০ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ