চাঁদপুর শহরের হাছান আলী সরাকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু ছালেহ সোমবার (৫ ডিসেম্বর) পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন ।
এর আগে রোববার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ে অধিশাখা (মাধ্যমিক-১) এর- একটি প্রজ্ঞাপনে তাকে এই পদন্নতি দেয়া হয়।
প্রসঙ্গত, আবু ছালেহ ১৯৫৯ সনের ১ জুলাই চাঁদপুর জেলার ফরিগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট ঘড়িহানা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত হাফেজ নাহিহুর রহমান ও মাতা আমিরুননেছা বেগম। তিনি ষোল্লা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে শাহ্তলী কলেজ থেকে এইচএসসি ও চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেন এবং কুমিল্লা টিটি কলেজ থেকে বিএড করেন।
অনুভূতি ব্যাক্ত করে মো. আবু ছালেহ বলেন, ‘এ দায়িত্ব পাওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহ্র দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এছড়া শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চাঁদপুরের সর্বজন ও আমার সহকর্মী এবং প্রাণ প্রিয় শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবেদক- আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ৫:৫১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur