হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে দেশে ফিরে আসতে হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) ফেরত আসেন তাঁরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় করোনা পরিস্থিতি কাটার পর বিদেশে কর্মীদের যে যাওয়া পুনরায় শুরু হয়েছিল, তা বাধাগ্রস্ত হবে।’
ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তেহাদ বিমানযোগে সৌদি আরবের উদ্দেশে রওনা হন কর্মীরা। কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী সেদেশে ফ্লাইট বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে দেশে ফেরত পাঠনো হয় কর্মীদের।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা ফেরত এসেছেন তাদের অনেককে অসহায় অবস্থায় কান্নাকাটি করতে দেখা যায়। মাত্র একদিনের ব্যবধানে দেশে ফিরে আসতে হলো তাঁদের।
ফেরত আসাদের মধ্যে কুমিল্লার সাবিনা আক্তার ও তাসলিমা আক্তার জানান, তাঁরা দুই বোনসহ মানিকগঞ্জের তিন নারী সৌদি আরবে যাচ্ছিলেন। হঠাৎ করে এখন ফেরত আসায় তাঁরা কী করবেন বুঝতে পারছিলেন না। পরে তাঁদেরকে ব্র্যাকের সেইফ হোমে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেখানেই আছেন তাঁরা।
ঢাকা ব্যুরো চীফ,২৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur