স্টাফ করেসপন্ডেন্ট :
রাজধানীতে আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে ঢাকায় এসেছিলেন।
মগবাজারের একটি হোটেলে শুক্রবার বিকেলে ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে দাবি করেছেন কিশোরীর বাবা।
এ ঘটনায় শনিবার রমনা থানায় একটি মামলাও করেছেন তিনি।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, “শুক্রবার বিকেলে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে তার বাবা শনিবার দুপুরে দুই জনকে আসামি করে একটি মামলা করেছেন।”
ওই কিশোরীর বাড়ি জামালপুরের সরিয়াবাড়ি এলাকায়।
এএইচসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিনি ঢাকার মৌচাকে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
একটি কর্মজীবী মহিলা হোস্টেলে থেকে তিনি কোচিং করতেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, “এলাকার পূর্ব পরিচিত বন্ধু শাকিল ও শাকিলের বন্ধু নিলয় ওই কিশোরীকে মগবাজারের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।”
তদন্ত করে আসামিদের গ্রেপ্তারেরে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur