সারাদেশ

আবারো মন্দিরে বোমা হামলা : গুলিবিদ্ধ ২

দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মন্দিরটিতে হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ।

এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে, গত ৫ ডিসেম্বর দিনাজপুরে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাস মেলায় বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া গত ২৬ নভেম্বর মাগরিবের নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জের হরিপুর-চককানু গ্রামে অবস্থিত শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিন জন গুলিবিদ্ধ হন।

আহত রঞ্জিত চন্দ্র রায় বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিপতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন চন্দ্র রায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দিজেন চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ক্ষীর প্রসাদ জানান, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাত তিন যুবক এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় ও মিঠুন চন্দ্র রায় নামে দু’জন আহত হয়েছেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 নিউজ ডেস্ক ।। আপডেট : ০১:৩০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share