আবারো জুটি বাধলেন রিয়াজ ও মেহজাবিন। নির্মাতা কৌশিক শংকর দাসের ‘এক যে ছিলো রাজকন্যা’ শিরোনামে নতুন একটি নাটকে কাজ করছেন তিনি।
পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্যও করেছেন কৌশিক শংকর দাস। আজ থেকে উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। আগামীকালও চলবে শুটিং। শুটিং সেট থেকে রিয়াজ জানিয়েছেন, নাটকের গল্পটা খুবই ভালো লেগেছে। প্রেমের গল্প হলেও এতে অনেকটা ভিন্নতা আছে।’
এতে রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন। আর তার প্রেমিক রূপে থাকছেন রিয়াজ।
এবার ঈদে মেহজাবিন ও রিয়াজ দুজনেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। রিয়াজ একাধিক নাটকে কাজ করেছেন।
এর মধ্যে আছে একক নাটক ‘মন খারাপের দৃশ্যাবলি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এছাড়া এসএ হক অলিকের নির্দেশনায় ‘কুড়িয়ে পাওয়া সুখ’ শিরোনামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী সুমাইয়া শিমু।
অন্যদিকে মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘কখনো এসো না ফিরে’ শিরোনামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন মেহজাবিন।
নিউজ ডেস্ক : আপডেট ৮:৩২ পিএম, ০৮ জুন ২০১৬, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur