বিশেষ সংবাদ

আবারও রাজধানীতে  ম্যানহোলে শিশু : চলছে উদ্ধার তৎপরতা 

রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর জাগরণী ক্লাবের সামনে পরিত্যক্ত একটি ম্যানহোলে কিরণ নামে পাঁচ বছরের এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিচয় ও কিভাবে সে ওই ম্যানহোলে পড়ে যায় সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন সড়কে খোলা ম্যানহোল দেখতে পাওয়া যায়। প্রায়সই এসব উন্মুক্ত ম্যানহোলে দুর্ঘটনার ঘটনা ঘটে। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের ৩০০ ফুট গভীর একটি পাইপের ভেতরে জিহাদ নামে চার বছরের এক শিশু পড়ে যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত তার নিথর দেহ তুলে আনেন একদল স্বেচ্ছাসেবী।

নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৩৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর  

Share