ভারতে জনসম্মুখে নারীকে নগ্ন করে ভিডিও ধারণ ও ইন্টারনেটে প্রচার

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জম্মু ও কাশ্মীরে এক নারীকে জনসম্মুখে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে পাঁচ দুর্বৃত্ত। হোয়াটসএ্যাপে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে উধামপুর জেলার জগানু এলাকায় জনসম্মুখে এক নারীকে সম্পূর্ণ বিবস্ত্র করে পাঁচ অভিযুক্ত। তারা ওই ঘটনার ভিডিও মোবাইল ধরে ধারণ করে হোয়াটসএ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় নির্যাতিতা নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতা তার এক ছেলেবন্ধুর সাথে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় অভিযুক্ত পাঁচ দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় তারা তাদের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করে।

নারীটি এ ঘটনার প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে নির্যাতন ও বিবস্ত্র করে। এ সময় ওই নারীর ছেলেবন্ধুও নির্যাতনের শিকার হন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:২০ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ০৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share