আবারও বিদ্যুতের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ পয়সা পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে মোট দামের ওপর পাঁচ শতাংশ হারে বাড়বে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে আমরা আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। এ সময়ের মধ্যে নতুনভাবে উৎপাদিত আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এ জন্যই বিদ্যুতের দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে বিদ্যুতের দাম ফের বাড়ার বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হচ্ছে। এরই সূত্র ধরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, লুটপাটের জন্যই সরকার আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। (এনটিভি)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৫: ৩০ পিএম, ০৬ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur