আবাদযোগ্য কোনো জমি পতিত রাখা যাবে না : ডিসি

চাঁদপুরের কচুয়ায় কৃষক সমাবেশ ও বিনামূল্যে ৪ হাজার ৭৩০ জন কৃষকের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে।

২৩ নভেম্বর বুধবার নোয়াখালী,লক্ষীপুর,চট্টগ্রাম ফেনী,কুমিল্লা ও চাঁদপুর প্রকল্পের আওতায় কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

জেলা প্রশাসক বলেন, ‘চাঁদপুর জেলার মধ্যে কচুয়া অন্যতম উর্বর উপজেলা হিসেবে পরিচিত। এ উপজেলা দেশীয় স্বসাধু কৈ,কূল সহ কচুয়ার অনেক ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রত্যেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবজি কিংবা পুষ্টিকর খাবারের চাহিদা মেটাতে প্রত্যেককে বসতবাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে খালি রাখা যাবে না। প্রত্যেককে আবাদযোগ্য জমিতে সবজি ও অন্যান্য পুষ্টিকর আবাদ করতে হবে। তাহলে সবার পুষ্টিকর চাহিদা মেটানো সম্ভব।’

উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সোফায়েল হোসেন,ওসি মো: ইব্রাহিম খলিল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,মুক্তিযোদ্ধা আবদুল মবিন,জাবের মিয়া,আনোয়ার সিকদার প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,সুধীজন ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ নভেম্বর ২০২২

Share