চাঁদপুর জেলা পুলিশের যানবাহন বিভাগের কর্মকর্তা (টিআই) আবদুর রহমান সহাকারী পুলিশ সুপারে পদোন্নতি পেয়ে ঢাকা ডিএমপিতে বদলি হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (২২ জুলাই) তিনি পদোন্নতির চিঠি হাতে পান বলে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
এ উপলক্ষে চাঁদপুর পুলিশসুপারের কার্যালায়ে শনিবার (২৩ জুলাই) সংক্ষিপ্ত আয়োজনে র্যাংক বেজ পরিধান পর্ব অনুষ্ঠিত হয়। তাঁকে র্যাংক বেজ পরিয়ে দেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক সার্জেন্ট তালুকদার আল মামুন, আবদুল্লাহ আল নাহিয়ান, নূর ই-আলম, রফিকুল ইসলম, টিএসআই মতিউর রহমান প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/01/Jebed.jpg ” ] প্রতিবেদক- মো. জাবেদ হোসেন [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur