আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘চাঁদপুর পরিবার’র সদস্যরা।
এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে প্রভাত যাত্রা করে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্বরণ করে তারা এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সুকান্ত চক্রবর্তী, সম্পাদক ফয়েজ মাহমুদ, সহসভাপতি আরিফুর রহমান সায়েম ও নাজমুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদেকুল ইসলাম, রাসেল, রুবাইয়া ইসলাম রুবা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur