বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আপন স্পোকেন ইংলিশ সেন্টারের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে ৪র্থ তলায় আপন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. রাশেদা আক্তার। আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সস্পাদক সিত্তূল মুনা চৈতী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের শিক্ষক সাবিকুন নাহার নাহার পিও, মতলব সরকারি কলেজের লেকচারার সোহরা পাটোয়ারী, আপন স্পোকেন ইংলিশ সেন্টারের শিক্ষক সামিয়া সুলতানা , পিএম নাইফুর রহমান ও মিস কুহু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের ম্যানেজার ফয়সাল আহমেদ।
ইংরেজি ভাষায় কবিতা পাঠ, ডায়লগ এবং গল্প পাঠ করেন আপন স্পোকেন ইংলিশ সেন্টারের শিক্ষার্থী রাইনা হাসান, আনিচা বিনতে আক্তার, জুবাইদা আফরিন অধরা, আরিবা আফশিন, ফারিবা,ফারিন সহ প্রমুখ ।
বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকার জন্য শুদ্ধভাবে মাতৃভাষার চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ না হলে ভবিষ্যতে অনেক পিছিয়ে পড়বে। এ ক্ষেত্র আপন স্পোকেনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। “আপন স্পোকেন ইংলিশ সেন্টার” কোন কোচিং সেন্টার নয়, এটি একটি নতুন ভাবনা, একটি নতুন যাত্রা। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কর্মক্ষেত্রের সাফল্যের অপরিহার্য চাবিকাঠি। এই উপলব্ধি থেকেই চাঁদপুরে শিশুদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে আপন স্পোকেন ইংলিশ সেন্টার, যেটি চাঁদপুরে সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাদের ইংরেজি স্পোকেন নিয়ে কাজ শুরু করেছিলো ।
আপন কিডস স্পোকেনের লক্ষ্য হলো, শিশুদের মাঝে ইংরেজি ভাষার ভীতি দূর করা, সহজ-স্বাভাবিক পরিবেশে শিখন কার্যক্রম পরিচালনা করা ,প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলা। আমাদের এখানে গ্রামার শেখানোর পাশাপাশি আরো শেখানো হয় কিভাবে সাহস করে কথা বলতে হয়, কিভাবে নিজের চিন্তাগুলো প্রকাশ করতে হয়।আপন স্পোকেন বিশ্বাস করে, প্রতিটি শিশুর মধ্যেই আছে অফুরন্ত সম্ভাবনা। সঠিক পরিচর্যা, উপযুক্ত দিকনির্দেশনা ও ভালোবাসা পেলে তারাই গড়ে তুলতে পারে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার, ১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur