Home / চাঁদপুর / আপনের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ
আপনের

আপনের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র তাপদাহে চাঁদপুরে খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ এবং পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আপন। ২৯ এপ্রিল সোমবার দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাড়ি মোর এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

এ সময় সামাজিক ও মানবিক সংগঠন আপনের সদস্যরা ওই পথে চলাচলরত রিকশাচালক, অটোচালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষ এবং সকল শ্রেণীপেশার পথচারীদের হাতে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, আপনার প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডা. রাশেদা আক্তার, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুৈ মুনা চৈতি, আহসান আরিফ নিলয়, তরুণ সংগঠক ও সমাজকর্মী মিঠুন বিশ্বাস, সংগঠনের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধাক্ষ আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বোরহানসহ অন্যান্যরা সদস্যরা।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ এপ্রিল ২০২৪