স্যালারি ডট কম-এর ২০১৩ সালের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে প্রত্যেক গৃহিনী, অর্থাৎ যাঁরা চাকরি করেন না, এমন মায়েরা সপ্তাহে গড়ে ৯৪ ঘণ্টা কাজ করেন৷ গাড়ি চালক, মনোবিজ্ঞানী এবং অন্য অনেকের কাজের চেয়ে যা প্রায় দ্বিগুণ৷
বাড়তি কাজ, বাড়তি বেতন
এক সপ্তাহে একজন চিকিৎসক ৫৬ ঘণ্টা কাজ করলে মাসে পান ১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার৷ সেই অনুযায়ী গৃহিনীদের সপ্তাহে ৯৪ ঘণ্টা কাজের হিসেবে বছরে কত বেতন হওয়া উচিত?
স্যালারি ডট কম বলছে, গৃহিনীরা ৯টা থেকে ৫টা কাজের বাইরে সপ্তাহে যে অতিরিক্ত ৫৮ ঘণ্টা খাটেন, সেটা হিসেব করলে তাদের বাড়তি বেতন হওয়া উচিত বছরে ৬৭,৪৩৬ মার্কিন ডলার৷
রান্না করা
একজন গৃহিনীকে সপ্তাহে কমপক্ষে অন্তত ১৪ ঘণ্টা রান্না করতে হয়৷ ঘণ্টায় ৯ দশমিক ০৩ মার্কিন ডলার হিসেব করলে বছরে কেবল রান্নায় তাঁদের আয় হওয়া উচিত ৬,৫৭০ ডলার৷
গাড়ি চালানো
একজন গৃহিনী সন্তানকে স্কুলে দেয়া, বাজার করাসহ বিভিন্ন কাজে সপ্তাহে ৯ ঘণ্টা গাড়ি চালান৷ ঘণ্টায় ১৩ দশমিক ৮৫ ডলার হিসেবে বছরে সেই কাজের পারিশ্রমিক দাঁড়ায় ৬,৪৮২ মার্কিন ডলার৷
সন্তানদের পড়ালেখায় সাহায্য করা
সন্তানদের পড়ালেখায় একজন মা সপ্তাহে ১০ ঘণ্টা সময় দেন বলে স্যালারি ডট কমের জরিপে উঠে এসেছে৷ একজন শিক্ষিকার বেতন হিসেবে ঘণ্টায় ১৮ দশমিক ২৩ ডলার হিসেব করলে বছরে সেই কাজের পারিশ্রমিক দাঁড়ায় ৭,২৯০ ডলার৷
সন্তানদের যত্ন নেয়া
যুক্তরাষ্ট্রে স্যালারি ডট কম যে ৬ হাজার মায়ের উপর জরিপ করেছেন, তারা জানিয়েছে সপ্তাহে গড়ে ৪০ ঘণ্টা সন্তানের যত্নে সময় দেন৷ ঘণ্টায় ৯ দশমিক ৬৫ ডলার করে হিসেব করলে এর জন্য তারা পারিশ্রমিক পেতে পারেন ২০ হাজার ডলার৷
ঘর পরিষ্কার করা
সপ্তাহে ১০ ঘণ্টা ঘর পরিষ্কারে ব্যয় করেন গৃহিনীরা৷ ঘণ্টায় ৯ দশমিক ৮৮ ডলার করলে বছরে যা দাঁড়ায় ৫,১৩৫ ডলার৷
বাড়ির বাজার করা
সপ্তাহে ৩ ঘণ্টা যদি গৃহিনীরা বাজার-সদাইয়ে ব্যয় করেন, তাদের পামিশ্রমিক ঘণ্টায় ১০ ডলার করে ধরলে বছরে দাঁড়ায় ১,৬৯৬ ডলার৷
আয়-ব্যয়ের হিসাব রাখা
সপ্তাহে আধা ঘণ্টা করে এ কাজে সময় দেন গৃহিনীরা৷ ঘণ্টায় এ কাজের জন্য তাদের যদি ২৪ দশমিক ৯০ ডলার দেয়া হয় বছরে দিতে হবে ৬৪৭ ডলার৷
অন্যান্য কাজ
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গৃহিনীদের স্বামী, ও পরিবারের অন্য সদস্যদের জন্যেও কাজ করতে হয়৷ স্বামীর টিফিন প্রস্তুত করা, অফিসে যাওয়ার তার কাপড়-চোপড় প্রস্তুত রাখা এসব৷
বাংলাদেশের গবেষণা
সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে, একজন নারী প্রতিদিন গড়ে ১২ দশমিক ১টি কাজ করেন৷ পুরুষদের ক্ষেত্রে এ কাজের গড় সংখ্যা ২ দশমিক ৭৷ গবেষণা বলছে, বাংলাদেশের নারীদের বার্ষিক মজুরিবিহীন গৃহকাজের অর্থনৈতিক মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার ৫৯২ কোটি টাকা৷ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’ প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে৷ (ডয়েচে ভেলে)
বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ