আপনার নাক কী বোঁচা? সোজা করতে করণীয়

ইস! নাকটা যদি আরেকটু চিকন হতো তাহলে কতই না দারুণ দেখাতো।

নাক নিয়ে এমন দুঃখ কেবল তারাই বুঝতে পারেন যাদের নাক অপেক্ষমাণ বোঁচা। তবে এই সমস্যা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তা হচ্ছে মেকআপের মাধ্যমে।

আজকাল মেকআপের একটি কৌশল বেশ প্রচলিত তা হল ‘কনট্যুরিং’। কনট্যুরিংয়ের মাধ্যমে নাকটা চিকন করা যায়। ভাবছেন এই কনট্যুরিং করার জন্য দৌড়াতে হবে পার্লারে? একদমই না। ঘরে বসেই আপনি নিজেই করতে পারেন এটি। চলুন জেনে নেই এর উপায়।

যা যা লাগবে:

১। ম্যাক হারমনি ম্যাট আইশ্যাডো
২। ব্রাশ

যেভাবে করবেন:

১। ত্বকের রং এর থেকে কিছুটা হালকা রং এর ম্যাট আইশ্যাডো নিন।
২। ব্রাশের সাহায্যে নাকের দুই পাশে দাগ দিন। আপনি যতটুকু নাক চিকন করতে চান, ততটুকু হাইলাইট করুন।
৩। নাকের মাথাটুকুতেও কিছুটা শ্যাডো ঘষুন।
৪। তারপর আরেকটি নরম ব্রাশ দিয়ে নাকের দুই পাশে লাগানো আইশ্যাডো ম্যাসেজ করে লাগান। খুব জোরে শ্যাডো ঘষবেন না। এতে শ্যাডো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৫। নাক যতটুকু চিকন করতে চান, তা অনুযায়ী শ্যাডো লাগিয়ে নিন।

টিপস:

১। আপনি চাইলে আইশ্যাডোর পরিবর্তে কনসিলার ব্যবহার করতে পারেন। ত্বকের থেকে এক শেড হালকা রঙের কনসিলার ব্যবহার করুন।
২। চোখে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। চোখে ব্যবহৃত রং নাকের দুই পাশে অল্প করে ব্যবহার করুন।
৩। ত্বকে গাঢ় রঙের ফাউন্ডেশন ব্যবহার করুন।
৪। চিকন ব্রাশ ব্যবহার করুন।
৫। আপনি যদি আপনার নাক চিকন দেখতে চান, তবে মেকআপে ম্যাট ফিনিশিং দিন।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৬:০০ পিএম,১২ জুলাই ২০১৬,মঙ্গলবার
এইউ

Share