আপনার ওসি আপনার দোরগোড়ায়, কথা বলুন আপনার ওসির সাথে। সেবা নিতে পুলিশের দ্বারে নয়, জনগনের দ্বারেই আসছে পুলিশ। এ পতিপাদ্যে করে চাঁদপুরে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় কমিউনিটি পুলিশিং বিট ১ অনুষ্ঠিত হয়।
এতে আইনী সেবা দিতে জনগনের উদ্দেশ্যে প্রধান অথিতির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) ও কমিউনিটি পুলিশের সিপিআই আব্দুর রব।
কমিউনিটি পুলিশিং কমিটির অঞ্চল ৭ এর সভাপতি মোঃ শাহ আলম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর মডেল থানার এস আই মোঃ রাশেদুজ্জামান, মোঃ আবু হানিফ, এস আই পলাশ বড়ুয়া, জাতীয় পার্টি নেতা মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চাঁদপুরের আরো বিভিন্নস্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
প্রতিতবেদক : কবির হোসেন মিজি, ২১ ডিসেম্বর ২০১৯