‘দলীয় নির্দেশের বাহিরে কেউ যাবেন না। আমি বিগত সময় থেকে আপনাদেরকে অনুরোধ করে আসছি, আপনারা যদি দলীয় নির্দেশ অমান্য করেন, দল আপনদেরকে বহিস্কার করবে। জাতীয়তাবাদি দল বিএনপি দেশের একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এদল অন্য দলের মতো না। আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন।’
শনিবার (১৪ই ডিসেম্বর) বিকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ হান্নান এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন, বিএনপির কোন প্রতিদ্বন্ধী নেই, তাহলে ভুলের জগতে রয়েছেন। মাঠে আমাদের প্রতিদ্বন্ধী রয়েছেন। তাই আমাদের ঘরে বসে থাকলে হবে না। সকলে যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবাইকে স্ব- স্ব অবস্থ থেকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন তারা বিএনপিকে ভোট দিবেন। বিএনপির ৩১দফার কথা প্রচার করুণ। অতীতে যারা ভোট ডাকাতি করেছে, তারা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েগেছে। বিপরীতে বিএনপির লোকজন ভদ্র ও মানুষের প্রকৃত ভোট পেতে চায়। ভোটা কেন্দ্রে এসে ভোটাররা যাতে তাদের পছন্দের লোককে ভোট দিতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করতে হবে।
সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লার সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুগ্ম-আহ্বায়ক ও ৭নং ইউনিয়ন বিএনপির সমন্নয়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, মাসুদ আলম, আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সহ-কোষাধক্ষ রাশেদ বাবু, বাংলা কলেজ ছাত্রদলের নেতা আবুল কাশেম রিয়াদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আপু ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি ফরহাদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, ছাত্রদলে সভাপতি জাহিদুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসড় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতা নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ ডিসেম্বর ২০২৪