ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সাথে জেলা যুবদলের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, ‘সংগঠনের কার্যক্রম সুশৃংখল নিয়মের মধ্যে থেকে পালন করতে হবে। সংগঠন বিরোধী কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে কোনো ভুল-ভ্রান্তি হলে তা নিজেদের মধ্যে সমাধান করতে হবে। দলে এখন বিভাজন করার সময় নেই। যেকোনো সময় আন্দোলন সংগ্রামের ডাক আসবে। সে অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘দলের এই দুঃসময়ে যারা দলকে ভালোবেসে মাঠে আছেন, তাদের নিজ কর্ম দ্বারা মূল্যায়ন করা হবে। বিএনপির একটি বৃহৎ দল। এ দলে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতি হিংসা যেনো না থাকে। দানব সরকারকে হঠাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারসহ জেলা, সদর, পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share