Home / চাঁদপুর / আন্দোলনের মাধ্যমে মাফিয়া সরকারকে হঠাতে হবে : মোস্তাক মিয়া
সরকারকে

আন্দোলনের মাধ্যমে মাফিয়া সরকারকে হঠাতে হবে : মোস্তাক মিয়া

আগামী ৪ ফেব্রুয়ারি কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ২৯ জানুয়ারি রোববার সকালে শহরের বিপনিবাগ পার্টি হাউজে তারেক জিয়া দিচ্ছে ডাক, ভোট চোর নিপাক যাক এ স্লোগানে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।

তিনি লেন, তৃনমূলকে জাগিয়ে তুলতে হবে। তাহলে সুন্দর ও সফল সমাবেশ হবে। বিগত সময়ে বৃহত্তর কুমিল্লা বিভাগের মধ্যে আন্দোলনে চাঁদপুর জেলা সেরা। এ মাফিয়া সরকারকে হঠাতে হলে আন্দোলনের বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে পিছপা হওয়ার কিছু নেই। যে কোন সময় কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে, সকলকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, এই জালিম সরকার দীর্ঘ ১৫ বছর যাবত বিএনপির উপর দমন নিপীড়ন করছেন। জীবনে জেল বহু খেটেছি,কিন্তু এবারের মতো জেল কখনো খাটিনি। আমাদের দলের মহাসচিব মির্জা ফকরুল সহ সাবেক এমপি মন্ত্রীদের কে ফ্লোরে ঘুমাতে দিয়েছে। জেলের নিয়মকানুন অমান্য করে। আমাদেরকে জেল খানায় চরম কষ্ট দিয়েছে। এই নির্যাতনের শেষ কোথায়। বিগত আন্দোলনে চাঁদপুরে অনেক নেতাকর্মী প্রান দিয়েছে। সময় এসেছে ঘুড়ে দাঁড়াবার।

সরকারকে

তিনি আরও বলেন,এমনও হতে পারে বিএনপি কে বাদ দিয়ে আগাম নির্বাচন দিতে পারে। তারা ক্ষমতায় থাকতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আর কত আন্দোলন করবো,এবার শেষ করতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা করবেন। যে কোন মূল্যে কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েদুল হক সাঈদ।

সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিমের সভাপ্রধানে ও সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুছ ছালাম, এম এ শুক্কুর পাটওয়ারী, মো. আক্তার হোসেন মাঝি, শরীফ মো. ইউনুছ, অ্যাড. হারুনুর রশীদ, হুমায়ুন কবির প্রধান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপির শাহাজালাল প্রধান, চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আফজাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, ফরিদগঞ্জ পৌর সভাপতি আমানত গাজী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, চাঁদপুর জেলা মহিলা দলের সভাপকি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎসজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমাম হোসেন গাজী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. আব্দুল মান্নান।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৯ জানুয়ারি ২০২৩