আন্দোলনের জন্য বিএনপির নতুন প্ল্যাটর্ফম : তৈরি হচ্ছে নতুন নেতৃত্ব 

আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপির অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী হবে বলে মনে করছে বিএনপি নেতৃবৃন্দ। এ ছাড়া জনমত তৈরীতে এ নির্বাচনকে আন্দোলনের জন্য ‘নতুন প্ল্যাটফর্ম’ হিসেবে দেখছেন বিএনপির নেতা-কর্মীরা।

নেতা-কর্মীদের দাবি, ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে এখন বলা হচ্ছে— ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না’। বিএনপি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, সরকার অগণতান্ত্রিকভাবে শুধু জাতীয় নির্বাচনই নয়, স্থানীয় নির্বাচনগুলোকে কীভাবে নিজেদের করে নেয়। এই নির্বাচনে সরকারের আসল রূপ উন্মোচন হবে। কৌশল হিসেবেই এই নির্বাচনে বিএনপির যাওয়া। এটা আন্দোলনের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে।

কেউ আবার বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনমত তৈরীতে সারাদেশ ঘুরে বেড়াবেন।

পৌর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিএনপি স্পষ্ট করেছে শনিবারই। এখন শুধু মনোনয়নপত্র জমা দেওয়ার পালা। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে প্রত্যয়নপত্র প্রদানের ক্ষমতা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে।

পৌর নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে রবিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী হবে। যারা ভবিষ্যতে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবির আন্দোলনকে আরও জোরদারে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘সরকার একদলীয় নির্বাচনের চেষ্টা চলছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার তাদের জনপ্রিয়তা যাচাই করুক। নির্বাচন কমিশন যেন সেই ব্যবস্থাই করে দেয়। বিএনপি গণতান্ত্রিক ওয়েতে সরকার পরিবর্তন চায়। অন্য কোনো পন্থায় নয়। তাই বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করে। পেট্রোলবোমা, বাসে আগুন দেওয়ার আন্দোলন বিএনপি করে না।’

‘যে সব এলাকায় পৌর নির্বাচন হচ্ছে না সেখানে দল পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত আছে’ জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি এগিয়ে যাচ্ছে। পরিবেশই বলে দেবে কোন পরিস্থিতিতে সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, ‘পৌর নির্বাচনে বিএনপির যাওয়াটা আন্দোলনেরই অংশ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরীতে আমরা দলীয়ভাবে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ হলে এটা গণতন্ত্রের চর্চা হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। গণতন্ত্রও রক্ষা হবে না। দেশের জনগণ সরকারের অবস্থানটা দেখতে পারবে।’

‘বিএনপি পুনর্গঠন প্রক্রিয়া অন (চালু) আছে। পৌর নির্বাচনে মাধ্যমে তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্ব তৈরীতে ভূমিকা রাখবে, ’যোগ করেন তিনি।

বিএনপির সকল নেতা-কর্মীকে মুক্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এম ওসমান ফারুক।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। আন্দোলনের অংশ হিসেবেই আমরা পৌর নির্বাচনে অংশ নিচ্ছি। এ নির্বাচন করতে গিয়ে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে। বিএনপিকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেরাই বেকায়দায় পড়েছে। এই নির্বাচনের মাধ্যমে বিএনপিতে গণজোয়ার তৈরী হবে। নির্বাচনে আমরাই জয়ী হব।’

তিনি বলেন, ‘বিএনপির ওপর সরকারের জুলুম-অত্যাচারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে।’

‘নেত্রী (খালেদা জিয়া) সারাদেশ ঘুরে বেড়াবেন। এর মাধ্যমে জনমত তৈরী হবে। নেতা-কর্মীরা চাঙ্গা হবে। এর ফল আমরাই ভোগ করব,’ বলেন তিনি।

দলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করিনি। একদলীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছি। উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, সারা বিশ্ব দেখেছে কীভাবে সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে দখল করে নিয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনের সরকারের আসল মুখ উন্মোচন হবে।’

তিনি আরও বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। যারা প্রার্থী হবেন তাদেরও কারাগারে রাখা হয়েছে। অনেক প্রার্থীকে এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। এখানে কৌশল হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী এ নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণ করুক।’

গাজীপুর জেলা বিএনপির সদস্য ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব বলেন, ‘বিএনপির প্রতি জনসাধারণের সমর্থন আছে। তাই আমরা নির্বাচনে যাচ্ছি। এটাও আমাদের আন্দোলনের অংশ। এ ছাড়া বিএনপি নির্বাচনমুখী দল। জনগণের জন্যই এ দলটির রাজনীতি। তাই আমরা জনগণের সঙ্গে থাকতে চাই। নির্বাচন সুষ্ঠু হলে জনগণ বিএনপিকেই নির্বাচিত করবে।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ২৩৬টি পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৫১ পিএম,৩০ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর  

Share